(বিঃদ্রঃ আমার কোন লিখা বা অন্য কিছুই কপি করার চেষ্টা করবেননা আশা করি)
TWRP,Root,ব্যাকআপ নিয়া আলোচনা করেছিলাম। প্রয়োজনে এই খানে ক্লিক করুন।
রমটির নাম Amigo 3.1.10
Screenshot
যা যা লাগবে ইন্সটল করতে :)
Root Link, Recovery Tools,Recovery Img : Tutorial
Custom Rom Link : click here
Bugs Fixed : Click Here
কিভাবে রম ব্যাকআপ রাখবেন ? নিচে নিয়ম দেয়া আছে :)
এবার সেটটা বন্ধ করুন।
১) সেট বন্ধ অবস্থাই Volume UP + Power Button একসাথে প্রেস করে Recovery Mod এ যান।
২) Recovery Mod এ গেলে দেখবেন Backup আছে তাতে ঢুকেন।
৩) Backup এর ভিতর দেখবেন Backup অপশন আছে সব কিছু Select করে ব্যাকআপ করবেন।
৪) ক্লিক করেন আর ওয়েট করুন। একটু টাইম লাগবে ব্যাকআপ হতে।
৫) ফুল ব্যাকআপ হয়ে গেলে সেট রিবুট দেন অ্যান্ড মেমরি কার্ড এ দেখেন TWRP নামে ফোল্ডার হইছে। ৬) এর ভিতর Backup ফোল্ডার আছে এবং তার ভেতর Date & Time দেয়া একটা ফোল্ডার।
৭) এইটাই আপনার Stock Rom ব্যাকআপ।
এইটা সংগ্রহ করুন।
কিভাবে TWRP এর মাধ্যমে ইন্সটল করবেন
প্রথমে উপরের নিওম অনুযায়ী আপনার আগের রম ব্যাকআপ করুন
এর পর TWRP রিকবারি থেকে WIPE অপশনটিতে প্রবেশ করে
Dalvic-catch,System,Data,Catch
এই ৪টি ফরমেট(WIPE) করবেন।
এখন ইন্সটল জিপ ফাইল এ যাবেন, সেখান থেকে আপনার মেমোরি হতে
রমটির জিপ ফাইল টি দেখিয়ে দিবেন আর ইন্সটল শুরু হবে।
ইন্সটল ৫মিনিট এর মদ্ধে শেষ হবে। এর পর আপনি আরেকটি বাগ ফিক্স ফাইল
কোনো WIPE ছাড়া স্বাভাবিক ভাবে আবারো ইন্সটল করবেন।
এর পর রিস্টার্ট দিন।
Install Finished
এখন আপনার রমটি ইন্সটল করা শেষ এবং উপভুগ করুন সুন্দর Amigo 3.1.10 রমটি
{বিঃদ্রঃ সকল কাজ নিজের দায়িত্তে করবেন }
এই টিউন সংক্রান্ত কোন বিষয় থাকলে নিচে টিউমেন্ট করুন
এই রমটি সর্বপ্রথম এই টেকটিউনস ওয়েবসাইট এই টিউন করা হয়েছে।
ইচ্ছে হলে আমাকে ফেসবুক এ পেতে যোগাযোগ করুন এইখানে।
এবং এন্ড্রয়েড আলোচনা পেজ, এইখানে ক্লিক করুন।
(ধন্যবাদ সবাইকে,ভাল থাকবেন এবং নতুন নতুন রম সহ আরও অন্যান্য টিউন করব ইনশা-আল্লাহ, তাই টেকটিউনস এর সাথেই থাকুন )
চলে যাচ্ছি, দেখা হবে আগামি টিউন এ
EmoticonEmoticon