Walton Live Chat Support: Click Here

Thursday, May 7, 2015

Windows 8 Custom Rom For GM Mini BY Shakil Khan

Tags

বিসমিল্লাহি রহমানির রহিম
বিঃদ্রঃ আমার কোন লিখা কপি করার চেষ্টা করবেননা আশা করি ।
CWM,Root,ব্যাকআপ নিয়া আলোচনা করেছিলাম । প্রয়োজনে এই খানে ক্লিক করুন ।
আজকে আপনাদের আরও একটি সুন্দর কাস্টম রম দেখাবো ।
প্রথমেই আপনাকে বলছি যে , CWM,Root আপনার ওয়ালটন প্রিমো GM Mini মোবাইল এ থাকতে হবে । এবং আর পদ্দতি পর্ব ১ এ দেয়া হইছে ।
এখন তাহলে শুরু করা যাক আজকের ওয়ালটন প্রিমো GM Mini এর আরও একটি কাস্টম রম নিয়া ।
আজকের কাস্টম রমটির নাম  উইন্ডোজ ৮
এই কাস্টম রমটির ডেভেলপার শাকিল খান , মানে আমি নিজেই ।
এই রমটির সবচেয়ে ভাল দিক হল অনেক চার্জ থাকবে এই রম এ । আশা করি ভাল লাগবে ।
এই রমটিতে যা যা নতুন ফিচার আছে তা হল ঃ
ভালো রেম স্পেস ফ্রী থাকবে ,
ভালো ভাবে গেমস খেলা যাবে কোন রকম লেগ ছারাই,
রেম ফ্রী রাখবে ৫০০+ পর্যন্ত ,
নতুন উই আই এর সাথে উইন্ডোজ ৮ কাস্টম রম

1.png
2.png
3.png
4.png
Screenshot_2012-12-31-23-02-59.png
Screenshot_2012-12-31-23-02-46.png
Screenshot_2012-12-31-23-05-421.png
Screenshot_2012-12-31-23-06-09.png
Screenshot_2012-12-31-23-03-05.png
Screenshot_2012-12-31-23-03-43.png
সাথে ota আপডেট
Screenshot_2012-12-31-23-03-26.png

এই ROM ডাউনলোড করতে এইখানে ক্লিক করুন
Patch লিঙ্কঃ এইখানে ক্লিক করুন
এই রমটি ফ্ল্যাশ করার পদ্দতি সব পর্বেই  এ বলেছি এবং আবার বলছি
মোবাইলটি  বন্ধ করুন।
১) মোবাইলটি বন্ধ অবস্থাই Volume UP + Power Button + Home একসাথে প্রেস করে Recovery Mod এ যান ।
২) এখন MOUNT AND STORAGE এই লিখায় প্রবেশ করুন
আপনি ফরমেট করবেন SYSTEM , DATA এবং CACHE এই ৩টি ।
৩) এখন আপনি ব্যাক করে INSTALL ZIP FROM SDCARD এ প্রবেশ করুন , CHOOSE ZIP FROM SDCARD এ প্রবেশ করুন ।
৪) এখন ডাউনলোড করা কাস্টম রমটি আপনার মোবাইল এর মেমোরি কার্ড থেকে দেখিয়ে দিন এবং yes এ ক্লিক করুন ।
৫) কিছুক্ষণ অপেক্ষা করুন ।
আবার আপনি ব্যাক করে INSTALL ZIP FROM SDCARD এ প্রবেশ করুন , CHOOSE ZIP FROM SDCARD এ প্রবেশ করুন ।
এখন ডাউনলোড করা patch আপনার মোবাইল এর মেমোরি কার্ড থেকে দেখিয়ে দিন এবং yes এ ক্লিক করুন ।
কিছুক্ষণ অপেক্ষা করুন ।
শেষ হলে restart/reboot যা থাকবে তাতে ক্লিক করুন ।
এখন আপনার রমটি ইন্সটল করা শেষ এবং উপভুগ করুন সুন্দর উইন্ডোজ ৮ কাস্টম রমটি ।
{বিঃদ্রঃ সকল কাজ নিজের দায়িত্তে করবেন }
এই টিউন সংক্রান্ত কোন বিষয় থাকলে নিচে comment করুন
(ধন্যবাদ সবাইকে ,ভাল থাকবেন এবং আরও নতুন নতুন রম নিয়া টিউন করব ইনশাল্লাহ ,তাই এন্ড্রয়েড আলোচনা পেজ, এইখানে ক্লিক করুন  এর সাথেই থাকুন  )


EmoticonEmoticon