Walton Live Chat Support: Click Here

Monday, March 30, 2015

এন্ড্রয়েড স্মার্টফোনে কাস্টম রম ফ্লাশ করুন

Tags

জেনে নিন কিভাবে কাস্টম রিকোভারি (CWM,TWRP,CTR) দিয়ে রম ফ্লাশ দিতে হয়। অবশ্যই কাস্টম রমের কথা বলছি। চলুন দেখা যাক।
 CWM এর জন্য বলি
Wipe data factory reset
Wipe cache partition
Advenced > wipe delvik cache > wipe battery status
Go back
Mount and storage > format system > format data > format cache
Go back
Install zip from sd card
Choose zip from sd card – এখন আপনি আপনার মেমোরি কার্ডে থাকা রমের জিপ টি সিলেক্ট করুন এবং yes করে ফ্লাশ দিন। কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
Wipe cache partition
Advenced > wipe delvik cache
Go back
Reboot system now — ব্যাস কাজ শেষ। রম বুট হয়ে যাবে। ধৈর্য্য ধরুন।
 এবার আসি CTR এর কাছে
CTR তিনটা ভার্শন আছে। প্রথমটা V1.1 এটা সম্পুর্ন CWM বেসড। তাই এটি নিয়ে না বললেও চলে।আর দুইটা ভার্শন হলো V2.2 & V2.3 । এই দুইটি একই রকম। আমি V2.2 নিয়ে বলছি।
Wipe > wipe all
Install After install
Wipe > delvik cache
Reboot — ব্যাস এর কাজ শেষ।
এবার আসি TWRP এর কাছে ।
TWRP এর ও অনেক ভার্শন আছে। তবে আমি কমন একটা ভার্শন ২.৪.৪ এর সিস্টেম টা বলছি। একটাতে বুঝলে সবটাতেই করা সম্ভব।
Wipe > factory reset > cache > delvik cache > system
Install
Select ur zip and swipe
After completing flash there will be option of clearing cache and delvik cache. select that.
Reboot — এই হলো TWRP । ব্যাস শেষ।
আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। এভাবে বিভিন্ন কাষ্টম রিকভারি দিয়ে রম ফ্লাশ বা ইনষ্টল করতে হয়। যদি রমে কোনো সমস্যা না থাকে তাহলে ইজিলি আপনি এই 3 ধরনের রিকভারি দ্বারা সফলভাবে রম ফ্লাশ বা ইনষ্টল করতে পারবেন। আবার অনেক সময় রম ফ্লাশ করার সময় দেখে থাকবেন যে install abored দেখায়। সে ক্ষেত্রে রমের সমস্যা।

এই টিউন সংক্রান্ত কোন বিষয় থাকলে নিচে টিউমেন্ট করুন
Our Facebook Page :https://www.facebook.com/azcsk/


EmoticonEmoticon

<<<<<<< সকল টিউটোরিয়াল >>>>>>>