বিসমিল্লাহি রহমানির রহিম
এই পরবে থাকবে একটি কাস্টম রম এবং তার আলোচনা , আর থাকছে CWM এবং রুট নিয়া কিছু কথা এবং তার অনুসরণ পদ্দতি ।
প্রথমেই আপনাদের শিখাবো কি করে CWM এবং রুট ওয়ালটন প্রিমো ইএফ২ তে ইন্সটল করতে হয়ঃ
০১) প্রথমে Mediafire থেকে নিচের দুটি জিপ ফাইল ডাউনলোড করুন । লিঙ্কঃ প্রথম লিঙ্ক & দ্বিতীয় লিঙ্ক (ফাইল সাইজ টোটাল- ৩৩এমবি)০২) ডাউনলোড করা জিপ ফাইল দুটি আপনার কম্পিউটারে আনজিপ করুন ।
০৩) এবার আনজিপ করা ফাইলের ভিতর থেকে "For Windows x32 Bit.exe" ইন্সটল করুন । (Continue Anyway দিতে থাকুন এবং সব শেষে Finish)
০৪) এরপর SP Flash Tool আনজিপ করে "flash_tool.exe" তে Right Click করে Run As Administrator সিলেক্ট করে Run করুন ।
০৫) এবার Scatter-Loading ফাইলে "MT6582_Android_scatter.txt" সিলেক্ট করুন ।
০৬) RECOVERY তে টিক মেরে Location এ ডাবল ক্লিক করুন ।
০৭) এবার যেখানে "Primo_EF2_recovery.img" ফাইলটা রাখছেন সেখান থেকে ফাইলটা সিলেক্ট করুন ।
০৮) এবার "UPDATE-SuperSU-v2.01.zip" ফাইলটা ফোন এর মেমোরি কার্ড এ কপি করে ফোন অফ করে ফেলেন ।
০৯) SP Flash Tool এর উইন্ডোতে দেখবেন "Download" একটা ট্যাব আছে তাতে ক্লিক করুন ।
১০) এখন তাড়াতাড়ি আপনার ফোনকে USB Cable দিয়ে কম্পিউটারে কানেক্ট করুন । (ফোন যেন অফ থাকে মাস্ট)
১১) এখন Flash Process স্টার্ট হবে তারপর Finish হলে USB Cable খুলে ফেলুন ।
১২) এবার Volume UP + Power Button + Home একসাথে প্রেস করে Recovery Mod এ যান ।
এখন দেখেন যে একটি টুপি যুক্ত Recovery Mod এশেছে । তার মানে আপনার ওয়ালটন প্রিমো ইএফ২ তে CWM করা শেষ ।
এখন আপনি রুট করুনঃ
"UPDATE-SuperSU-v2.01.zip" ফাইলটা ফোন এর মেমোরি কার্ড এ কপি করেছিলেন ,এখন আপনি Update From Zip সিলেক্ট করুন এবং UPDATE-SuperSU-v2.01.zip এই ফাইলটি দেখিয়ে দিন । তারপর Successful হওয়ার পর ফোন রিবুট করুন ।
রুট করা শেষ ।
এখন আমরা দেখব কিভাবে আপনার আশল স্টক রমটি কিভাবে ব্যাকআপ রাখবেনঃ
এবার সেটটা বন্ধ করুন।
১) সেট বন্ধ অবস্থাই Volume UP + Power Button + Home একসাথে প্রেস করে Recovery Mod এ যান ।
২) Recovery Mod এ গেলে দেখবেন Backup and Restore আছে তাতে ঢুকেন । (Up অ্যান্ড Down হবে Volume কি দিয়া আর সিলেক্ট হবে Power Button দিয়া)
৩) Backup and Restore এর ভিতর দেখবেন Backup অপশন আছে ।
৪) ক্লিক করেন আর ওয়েট করুন । একটু টাইম লাগবে ব্যাকআপ হতে ।
৫) ফুল ব্যাকআপ হয়ে গেলে সেট রিবুট দেন অ্যান্ড মেমরি কার্ড এ দেখেন Clockworkmod নামে ফোল্ডার হইছে ।
৬) এর ভিতর Backup ফোল্ডার আছে এবং তার ভেতর Date & Time দেয়া একটা ফোল্ডার ।
৭) এইটাই আপনার Stock Rom ব্যাকআপ । এইটা সংগ্রহ করুন ।
{বিঃদ্রঃ সকল কাজ নিজের দায়িত্তে করবেন }
এই টিউন সংক্রান্ত কোন বিষয় থাকলে নিচে টিউমেন্ট করুন
ইচ্ছে হলে আমাকে ফেসবুক এ পেতে যোগাযোগ করুন এইখানে
( ধন্যবাদ সবাইকে এবং Android life এর সাথেই থাকুন )
EmoticonEmoticon