Walton Live Chat Support: Click Here

Saturday, August 12, 2017

Walton Primo GH6 অথবা GH6+ এর জন্য Amigo OS 3.5 V8334 (MM 6.0 & 6580) রম নিয়া সম্পূর্ণ আলোচনা [পর্ব-৪]



বিসমিল্লাহি রহমানির রহিম

(বিঃদ্রঃ আমার কোন লিখা বা অন্য কিছুই কপি করার চেষ্টা করবেননা আশা করি, 
এই টিউনটি সর্বপ্রথম টেকটিউনস এ প্রকাশ করা হয়েছে।)

আজকে আপনাদের  একটি সুন্দর স্টক রম দেখাবো। প্রথমেই আপনাকে বলছি যে, TWRP,Root আপনার  Walton Primo GH6/GH6+ মোবাইল এ থাকতে হবে। এবং পর্ব ১,২ এবং ৩ এ দেয়া হইছে। এখন তাহলে শুরু করা যাক !

আজকের রমটির নাম Amigo OS 3.5 V8334

Ported BY Nayeem Khan (Me)

Screenshot:




ROM Video








যা যা লাগবে ইন্সটল করতে :

  • Recovery Img : TWRP

কিভাবে TWRP এর মাধ্যমে ইন্সটল করবেন
প্রথমে উপরের নিওম অনুযায়ী আপনার আগের রম ব্যাকআপ করুন এর পর TWRP রিকবারি থেকে WIPE অপশনটিতে প্রবেশ করে Dalvic-catch,System,Data,Catch এই ৪টি ফরমেট(WIPE) করবেন। এখন ইন্সটল জিপ ফাইল এ যাবেন, সেখান থেকে আপনার মেমোরি হতে রমটির জিপ ফাইল টি দেখিয়ে দিবেন আর ইন্সটল শুরু হবে। ইন্সটল ৫মিনিট এর মদ্ধে শেষ হবে। এর পর রিস্টার্ট দিন।
Install Finished :D

Contact List :

  
   

মনেরাখাঃ {বিঃদ্রঃ সকল কাজ নিজের দায়িত্তে করবেন }

এই টিউন সংক্রান্ত কোন বিষয় থাকলে নিচে টিউমেন্ট করুন এবং এই টিউনটি সর্বপ্রথম এই টেকটিউনস ওয়েবসাইট এই টিউন করা হয়েছে।

শেষ কথাঃ

(ধন্যবাদ সবাইকে,ভাল থাকবেন এবং নতুন নতুন রম  সহ আরও অন্যান্য টিউন করব ইনশা-আল্লাহ, তাই সাথেই থাকুন )
চলে যাচ্ছি, দেখা হবে আগামি টিউনে।
7VLXuuR.gif

Saturday, August 5, 2017

Walton Primo GH6 এবং GH6+ এর জন্য Philiz,Root,স্টক রম নিয়ে সম্পূর্ণ আলোচনা [পর্ব-০৩]



আজকে CWM,Root,স্টক রম নিয়া আলোচনা করবো শুধুমাত্র  Walton Primo GH6 এবং GH6+ মোবাইল নিয়ে
 [ বিঃদ্রঃ আমার কোন লিখা কপি করার চেষ্টা করবেননা আশা করি ]
(বিঃদ্রঃ আমার কোন লিখা বা অন্য কিছুই কপি করার চেষ্টা করবেননা আশা করি, এই টিউনটি সর্বপ্রথম টেকটিউনস এ প্রকাশ করা হয়েছে।) 
ডাউনলোডের আগে নতুন পুরনো সকলের জন্য রুট প্রক্রিয়াটা আরও একবার বর্ণনা করছি

Tools Link:

প্রথমে আপনাকে টুলস গুলো ডাউনলোড করতে হবে:

Philz Installation:

ভিডিও টি দেখলেই হবে

কিভাবে রম ব্যাকআপ রাখবেন ? নিচে নিয়ম দেয়া আছে:

এবার সেটটা বন্ধ করুন।
১) সেট বন্ধ অবস্থাই Volume UP + Power Button একসাথে প্রেস করে Recovery Mod এ যান।
২) Recovery Mod এ গেলে দেখবেন Backup আছে তাতে ঢুকেন।
৩) Backup এর ভিতর দেখবেন Backup অপশন আছে সব কিছু Select করে ব্যাকআপ করবেন।
৪) ক্লিক করেন আর ওয়েট করুন। একটু টাইম লাগবে ব্যাকআপ হতে।
৫) ফুল ব্যাকআপ হয়ে গেলে সেট রিবুট দেন অ্যান্ড মেমরি কার্ড এ দেখেন ClockWorkMod নামে ফোল্ডার হইছে। ৬) এর ভিতর Backup ফোল্ডার আছে এবং তার ভেতর Date & Time দেয়া একটা ফোল্ডার।
৭) এইটাই আপনার Stock Rom ব্যাকআপ। এইটা সংগ্রহ করুন।

কিভাবে রুট করবেন !

এই লিঙ্ক থেকে Super Su টি ডাউনলোড করুন
ডাউনলোড শেষ হলে সেট বন্ধ অবস্থাই Volume UP + Power Button একসাথে প্রেস করে Recovery Mod এ যান তারপর জিপ ফাইলটি Philz দিয়ে ইন্সটল করুন, ইন্সটল শেষ হলে অটো রিস্টার্ট নেবে, অটো রিস্টার্ট না হলে আপনি নিজে করবেন। আপনার সেট রুটেড।

Contact List :
  
  


{বিঃদ্রঃ সকল কাজ নিজের দায়িত্তে করবেন }
এই টিউন সংক্রান্ত কোন বিষয় থাকলে নিচে টিউমেন্ট করুন
এটি সর্বপ্রথম এই টেকটিউনস  ওয়েবসাইট এই টিউন করা হয়েছে।
(ধন্যবাদ সবাইকে,ভাল থাকবেন এবং নতুন নতুন রম  সহ আরও অন্যান্য টিউন করব ইনশা-আল্লাহ, তাই সাথেই থাকুন )
চলে যাচ্ছি, দেখা হবে আগামি টিউন এ
7VLXuuR.gif